৬ জন উদ্যোক্তাকে এনজিএফ হতে সম্মাননা প্রদান করা হয়
সফল উদ্যোক্তা সম্মাননা
সমন্বিত কৃষি ইউনিট
বাস্তবায়নেঃ নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন
সহযোগিতায়ঃপল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
অদ্য ২৬.০৬.২০২৩ ইং তারিখে শ্যামনগর উপজেলার অডিটোরিয়ামে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় সমন্বিত কৃষি ইউনিট এর আওতায় ৬ জন চাষী/খামারীকে সফল উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়। উক্ত উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন, মোঃ আলমগীর কবির, পরিচালক (এম.এফ), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস। সফল উদ্যোক্তাদের মধ্যে ছিলেন কৃষি খাতে জলবায়ু অভিযোজনক্ষম প্রযুক্তিতে ফসল চাষে বিশেষ অবদানের জন্য মোঃ মাহবুবুর রহমান, উচ্চ ফলনশীল ফল চাষে মোঃ আলমগির হোসেন, মৎস্য খাতে ভেটকি চাষে বিশেষ অবদানের জন্য মোঃ রাশেদ ঢালী, কাঁকড়া মোটাতাজাকরণে সুলতা বিশ্বাস, প্রাণিসম্পদ খাতে গাভী পালনে বিশেষ অবদানের জন্য রহিমা খাতুন, সোনালি মুরগী পালনে শিরিনা পারভীন। সফল উদ্যোক্তাদের সম্মাননা স্বারক, ক্রেস্ট ও দুই হাজার টাকার চেক প্রদান করা হয়। আমরা আশা করি কৃষক ভাইদের এই সম্মাননা কৃষি অর্থনীতির এই দেশকে এগিয়ে নিতে সজায়তা করবে।