সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়
সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া রিপোর্ট -
পিকেএসএফ এর অর্থায়নে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর বাস্তবায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির আওতায় ৪৭ টি বৈকালিক পাঠ সহায়তা কেন্দ্রের ১১৮৩ জন ছাত্র ছাত্রীর অংশগ্রহনে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক ক্রীড়া এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে জনাব মোঃ এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা। আরও উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু সালেহ বাবু ও এনজিএফ এর পরিচালক (খুদ্র ঋণ) জনাব মোঃ আলমগীর কবির। ২০১০ সাল হতে শুরু হওয়া সমৃদ্ধি কর্মসূচির আওতায় প্রতি বছরের মত এবার ও আটুলিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বাছাইকৃতদের মধ্য থেকে ফাইনাল প্রতিযোগিতার মাধ্যমে ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারন করা হয়ে থাকে। সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে প্রতিটি স্কৃলে শিশু শ্রেনী, ১ম শ্রেনী ও ২য় শ্রেনীর ছাত্র ছাত্রীদের ও পাঠদান করা হয়। পরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও পুরস্কার বিতরনের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করা হয়। খেলায় ছাত্র ছাত্রীদের দৌড়, দড়ি লাফ, মোরগ লড়াই, গনিত দোড়, আবৃতি, চিত্রাংকন, সঙ্গীত, সাধারন জ্ঞান, নৃত্য, মায়েদের বালিশ খেলা, যুবদের দৌড়, দীর্ষ লাম্ফ, মিউজিক্যাল চেয়ার, দড়ি লাফ, আবৃতি, চিত্রাংকন, সঙ্গীত, রম্য বক্তৃতা ইত্যাদি খেলা পরিচালনা করা হয়।
প্রবীণ কর্মসূচির বার্ষিক ক্রীড়া রিপোর্ট :
পিকেএসএফ এর অর্থায়নে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন এর বাস্তবায়নে পরিচালিত প্রবীণ কর্মসূচির আওতায় আটুলিয়া ইউনিয়নের ১৯৯৮ জন প্রবীণের (নারী-৯৩৭ জন, পুরুষ-১০১৯ জন) অংশগ্রহনে ২০২৩-২০২৪ অর্থবছরের আওতায় ২৮/০২/২০২৪ তারিখে আটুলিয়া ইউনিয় পরিষদের মাঠে বার্ষিক ক্রীড়া এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন( এনজিএফ) এর নির্বাহী পরিচালক জনাব মোঃ লুৎফর রহমান। আরও উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু সালেহ বাবু ও নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোঃ আবু বক্কর সিদ্দিকি। আটুলিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ড হতে হাঁড়ি ভাঙ্গা, চেয়ার খেলা, কবিতা আবৃতি ও সঙ্গীতে প্রতিযোগিতার মাধ্যমে ১ম-২য়-৩য় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। একই সাথে প্রবীণ ও নবীনদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োচন করা হয় এবং অটুলিয়া ইউনিয়নের ০৫ জন প্রবীণকে শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা ও ০৫ জনকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান করা হয়।এছাড়া ও আটুলিয়া ইউনিয়নের অসহায় প্রবীণদের মাঝে সহায়ক উপকরন হিসাবে ওয়াকিং স্টিক, কমোড চেয়ার ও ক্রেচ প্রদান করা হয়।২০১৮ সাল হতে এনজিএফ আটুলিয়া ইউনয়নে প্রবীণ কর্মসূচি বাস্তবায়ন করছে।