৮ই মার্চ আন্তজাতিক নারী দিবস-২০২৪ উদযাপিত হয়।
আন্তজাতিক নারী দিবস-২০২৪
প্রতিপাদ্য বিয়য়ঃ নারীর সম অধিকার,সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ।
স্থানঃ ধান সিঁড়ি মা ও শিশু ফোরাম,বৈশখালী,কৈখালী,শ্যামনগর,সাতক্ষীরা।
প্রতিবছর মার্চ মাসের ৮ তারিখ বিশ্বজুড়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস তারই ধারাবাহিকতায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর চলমান পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় অদ্য ০৮/০৩/২০২৪ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের কৈখালী প্রকল্প ইউনিটের কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্ট এর আওতায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালন করা হয় । উক্ত দিবসে নারীর সম অধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লিঙ্গবৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও সমানধিকারের বার্তা জানাতেই দিবসটি উদযাপিত হয়।
আলোচ্য বিয়য় সমূহঃ
উক্ত দিবসে নারীদের অধিকার নিশ্চিত করনের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। নারীদের সামাজিক,অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে আলোচনা করা হয়। লিঙ্গ সমতা,প্রজননের অধিকার,নারীদের উপর হিংসা ও নির্যাতন,নারীর সমান অধিকার এসকল বিয়য় নিয়ে আলোচনা করা হয়।নারীদের শ্রমের অধিকার আদায় মজুরি বৈষম্য কর্মঘন্টা নিদ্দিষ্ট করা এসব বিষয়ে আলোচনা করা হয়। লিঙ্গ ষৈষম্য শিল্প-সাহিত্য সহ সব ধরনের ক্ষেত্রে এবং সমস্ত কাযে নারীদের সমঅধিকার বিষয়ে আলোচনা করা হয়। নারীদের শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজের সকল অংশ থেকে লিঙ্গ পক্ষপাত দূর করা এসব বিষয়ে আলোচনা করা হয়। নারীদের জন্য বিনিয়োগের মাধ্যমে আমরা পরিবর্তনের সূচনা করতে পারি এবং সবার জন্য একটি স্বাস্থ্যকর নিরাপদ এবং আরও সমান বিশ্বের দিকে রুপান্তরিত করতে পারি এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমাজ থেকে বাল্য বিবাহ দূরিকরণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কার্যক্রম সমূহঃ
র্যালীর আয়োজন করা হয়। আলোচনা সভার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগীতা ও চিত্রাংকন প্রতিযোগীতা,বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
উপস্হিতিঃ
উক্ত দিবসে কমিউনিটির বিভিন্ন শ্রেনি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন। পিপিইপিপি-ইইউ প্রকল্পের গ্রামকমিটির সদস্য, মা ও শিশু ফোরামের সদস্য,সামাজিক উন্নয়ন কেন্দ্রের সদস্য ও প্রতিবন্ধি ফোরামের সদস্যবৃন্দ,প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্হিত ছিলেন।